কুষ্টিয়া দৌলতপুরে দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে ০২ ডাকাত নিহত, অস্ত্র গুলি উদ্ধার

কুষ্টিয়া দৌলতপুরে  দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে ০২ ডাকাত নিহত, অস্ত্র গুলি উদ্ধার
রোকনুজ্জামান কুষ্টিয়া॥
কুষ্টিয়ার দৌলতপুরে দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে মুফাজ্জেল হোসেন ওরফে মুফা (৪২) এবং মাহাবুল হোসেন (৪০) নামের ২জন ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ, ২টি দেশীয় তৈরী এলজি বন্দুক, ৪ রাউন্ড গুলি ও ১টি রামদা উদ্ধার করেছে। এই গোলাগুলির ঘটনায় পুলিশের ২সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া- ডাংমড়কা সড়কের পেটকাটা ডহর মাঠে এই গোলাগুলির ঘটনা ঘটে। 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি উপজেলার আদাবাড়ীয়া- ডাংমড়কা সড়কের পেটকাটা ডহর মাঠে দুইদল ডাকাতের মধ্যে গুলাগুলি চলছে। এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর  থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’পাশ থেকে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে এসময় আত্বরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে প্রায় আধাঘন্টা ত্রিমুখী বন্দুকযুদ্ধের পর ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুরুতর আহত অবস্থায় ২জনকে উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে পুলিশ ২টি দেশীয় তৈরী এলজি বন্দুক, ৪ রাউন্ড গুলি ও ১টি রামদা উদ্ধার করেছে। এ সময় দৌলতপুর থানার এস আই আসাদ হোসেন ও কনস্টেবল মো: জিয়া আহত হয়। নিহত মুফাজ্জেল হোসেন ওরফে মুফা উপজেলার গরুড়া গ্রামের মছের উদ্দিনের ছেলে এবং মাহাবুল হোসেন কৈপাল গ্রামের আব্দুর রহিমের ছেলে। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।